প্রোটাগনিস্ট

শিমুরালী, নদীয়া

  
সর্প ভ্রমে রজ্জু নয় 
দড়ি ভেবে গোখরোকে ধরে 
তোমার শ্রীপাদপদ্মে, তেতেপুড়ে....
তোমার ঠোঁটের ভাঁজে লাব ডুব হাসি দেখব আর 
অগোছালো বিভাজিকা.....
আজ বুঝি নদীতে কোটাল!
সাঁতরাতে হয়নি তবে আছাড়িপিছাড়ি
কোনমতে, চিন্তামনি কাঠ ভাসায়েছো?

এ গল্পে অনেক ঝড়, বহু ওঠাপড়া
বিল্বমঙ্গলের জন্য কেঁদে কেটে বউড়ি ঝিয়াড়ি
অসময়ে সর্দিগর্মি।
আমিও দেখেছিলাম রগরগে পালাটি
চিন্তা মেয়েটির মাত্র তিন চারটি সিন
বিল্বেই আসর মাত

ফিরতে ফিরতে মনে হলো 
প্রেমিক সাইফার।
বেবুশ্যে মেয়েটি তার শক্ত দুটো হাতে 
একা ধরে আছে পালা 
কতোকাল হলো...

বৈশাখী ২০২৪