বঙ্গবন্ধু তোমাকে

  
মাঝখানে শুধু একশো বছর কিম্বা হাজার যুগ
জানিনা কিভাবে শুধব সে ঋণ শিহরিত হয় বুক

জাতির জনক তুমি মহাকাশ আমরা কীটাণুকীট
লড়াই যুদ্ধ মানব প্রজাতি হারিয়েছে সম্বিত

চাই আরও চাই ছয় রিপু যত প্রতিশোধ মাথা তোলে
জনগণ হা হা ক্ষুধিত পাষাণ যন্ত্রজ জঙ্গলে

ভরসা কোথায় সততা কোথায় বিশ্বাস দূর দূর
আশ্রয়হীন জটিলতা মেঘে ভালোবাসা চুরচুর

তোমার মতো কে ধরবে এ হাল সূর্য উঠবে কবে?
তোমার ছোঁয়ায় বাংলা আবার সোনার বাংলা হবে-

অনন্তকাল কেটে গেল নাকি আরও কত দিন বাকি
বঙ্গবন্ধু স্বয়ং আকাশ আমরা অবোধ পাখি...

উড়ছি উড়ছি মরছি পুড়ছি তবু মন বলে আছি
মাতৃভাষায় মাটির গন্ধে বাঙালির বাঁচাবাঁচি|

বৈশাখী ২০২৪