আজ সারাদিন মেঘরঙের ছায়া আজ সারাদিন বিষাদ শুয়েছিল বালিশে মাথা রেখে। এত ভালো থাকার মানে বোঝো... এত ভালো কথার ভিতর কে আসে, কে চলে যায়... গুনতে পারো মেঘের আকাশে পাখির চলাচল... ভেজা কাক। একটা গাছ। ভিজে থাকা পাতা। আসলে সত্যিই কোনো চাওয়া-পাওয়া ছিল! সত্যিই কোনো জয়-পরাজয় হয়...! লেগে আছে কাদা। লেগে আছে ভয়। লেগে আছে পিছলে যাওয়া একটা মানুষের মুখ। এই তো ,এইটুকুই--আর কী... আর কিছু নেই।পাওয়াটাই শেষ কথা নয় না-পাওয়ার বেদনাও কিছু নেই... যা দেখছো সবটাই তো আদতে মেঘ। বিরহ রঙের তুলিতে আঁকা... সবটাই অস্থির, সাময়িক-- চিরন্তন কিছু নয়