মে মাসের বৃষ্টির একটা আত্মলীন স্পন্দন আছে, একটা পাঁজর ছোঁয়া ঝাঁপতাল। এ মাসের বৃষ্টিতে ভেজা খুবই জরুরি। ভাগ্যক্রমে আমি সিয়াটল বা সোনারপুর দু’জায়গাতেই ভিজতে পারি – সোনারপুরে কালবৈশাখী, বিকেলে হাজির প্রেমিক, লুটেপুটে খাবে দস্যু ফল ছড়াবে, আঁচড়ে কামড়ে পাতা ডালে । সিয়াটেলে সারা বছরই বৃষ্টি, রিমঝিম থেকে ঘ্যানঘেনে সবখানি জলসা, কিন্তু এখানে মে মাসের বৃষ্টিতে মেঘগর্জন নেই, নেই বুকের মধ্যে টংকার, শুধু শীতল প্রলেপ একটা, ঘৃতকুমারী মলম, যেন মা-র বুকে আঁচল জড়িয়ে বিদ্যুচ্চম্পার রূপকথা শোনা। আমি ভাগ্যবান, আমি দু’জায়গাতেই ভিজতে পারি, আমি ধুয়ে ফেলতে পারি সৌধের ধুলো, মনখারাপের বেয়াড়া নিয়ম। মে মাসে যে বিবাহবার্ষিকী তার।
1 Response
বাঃ খুব সুন্দর।