একটা বকুল লিখো আমার ঠোঁটে নদীর মতো দীর্ঘ কলম তোমার হাতে লেখো যতই ফুরোয় না তার কালি জেগে থাকে মেঘ, ঘুম আসে না রাতে। একটা কবিতা লিখো আমার জন্যে দিঘির মত দীর্ঘ তুলি তোমার হাতে উজাড় করে সবটুকু রং মাখো যদি মেঘ-সমুদ্র-পাহাড় পারব সাঁতরাতে। একটা সহজ পাখি ওড়াও প্রাণে দিগ্বিদিকে ডানার আকাশ দিচ্ছি খুলে দিচ্ছি পলাশ দিচ্ছি পারুল আছে যত ঝড় ঝঞ্ঝায় পরে নিয়ো, দুঃখ ভুলে।