ও অরুন্ধতী, নক্ষত্রানি

জোকা, কলকাতা

যা দেখেছ, আসলে সব নিকষ পাতিলেবু বন... 
পাতা-মুখ... ঝরা-বাকল... মিত্র বাড়ির  
সেই বড় একা নির্জীব মেয়ে--- 

গোলাপি ফুলের মতো ঠোঁট খুলে পাখি ডাকে মেয়ে 
নাচ দেখে বৃষ্টির... আসমুদ্র বন্ধন তার 
উথাল-পাথাল! 
ঝড় আর দুঃখ অঝোর 
তুমি দেখ হরিনাভি, হৃত বাসবীর বন... 

চন্দ্র-বাতাস...
নীলিমা আবেগঘন--- সুখের অতলে যার 
স্থির অবিশ্বাস 
রূপের গভীরে বীজ সমাগম...

বৈশাখী ২০২৪