প্রতিবাদ

বনহুগলি, কলকাতা

আমি সেই রাস্তা ধরে হাঁটি,
মৃত্যু-অন্ধকার নেই যার নারকেলপত্রে 

মিথ্যেরা গ্রীষ্মের দিকে মুখ করে বসে।
খরা আছে, জরা... 
পরিপূর্ণ জলভারে নত আষাঢ় শ্রাবণ

বাতাসকে ডাকি 
যদি সে দেখতে আসে ভুল করে!
জাদু হয়ে আছে পিলসুজের লাবণ্য আলো 

যাও যাও 
বিড়ম্বনা ডিঙিয়ে আলোকবর্ষ পার হয়ে 
                  চলে যাও আমার অস্ফুট প্রতিবাদ

বৈশাখী ২০২৪