জীবনের সাথে ফুটবলের সাযুজ্যে অবাক হওয়ার কিছু নেই কখনো গোলরক্ষক ঝাঁপিয়ে ধরে ফেলে কখনো জাল ফাটানো লাথিতে বোকা বনে যায় গ্যালারিতে দু'দল দর্শক যে যার মত উল্লসিত...রেফারির বাঁশি... একদিন পাঁচকোণা চামড়ার টুকরোগুলোর পারস্পরিক সেলাই খুলে আসে তখন আর ফুটবলটা খেলার উপযোগী নয় ওর গায়ে ঘাস থেঁতলে লেগে থাকা দাগ বিশ্রি দেখায় জঞ্জালের স্তূপে ম্যাচের স্মৃতিগুলোর ওপর ধুলো জমে পুরু হয়ে ওঠে...