বৃষ্টির গান

রানাঘাট, নদীয়া

শ্রাবণ ছুঁয়ে আছি
তবু বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
মেঘ উড়ে যায় ভাঙা স্বপ্নের মতন দূরে কোন অতিথিশালায়।
সুজাতা, কেমন আছো তুমি তোমাদের মেঘলা সংসারে 
দুপুর গড়িয়ে পড়ে ফসলের ক্ষেত থেকে তোমাদের রান্নাঘরে
তোমার কি রান্না শেষ হল! স্নানঘরে আজও কি গেয়েছ গান 
তোমার থালার পাশে পড়ে থাকা অশ্রুবিন্দু তুলে নিই ভাগ্যরেখাহীন করতলে।
শূন্যতায় ভরে যায় শস্যক্ষেত তোমার চোখের মত। 
আচমকা মেঘের আচরন পাল্টে যায় যদিও পূর্বাভাসে 
বৃষ্টির ঘোষণা নেই
বৃষ্টি নামল ভিজে যাচ্ছি আমি এক দীর্ঘ জিরাফের সঙ্গে।

বৈশাখী ২০২৪