অভিব্যক্তি নিউ জার্সি
কবিতা / শ্রাবণী ২০২২
মাটির ক্রমশ পাথর পাথর রঙ দু হাত দিয়ে জড়িয়ে ধরছি ঘাম বাতাসে বাতাসে প্রজাপতির রোঁয়া উড়িয়ে দিয়ে দিকচক্রবাল এখানেই সব থমকে থাকছে না মদের ঘোর স্বপ্নে বিভীষিকা জাগিয়ে দিয়ে মাতাল করছে রোজ আগুনকে তাই অঙ্গুলি ভেবে ধরতে ছুটছে নিশিকান্ত ভোর