শুধু যে বিষাদ নেই এখানে তাই সব নয়, আসলেই খুশিখুশি, আনন্দের এ কবিতা – ঠিক যেমন আনন্দ হয় পৌষের বেগুনগুলো ধামসা হলে, ধ্যাবড়া হলে পৃথিবীর সমস্ত গুবরে পোকার নজর এড়িয়ে, অথবা ভ্যাপসা গরমের পর, আবহাওয়া দপ্তরের ম্যাজিকে এক পশলা শিলাবৃষ্টি নামলে। এই কবিতায় আমি ভাল আছি দিব্য, বেশি বয়সেও নতুন চাকরি পেয়েছি, মেয়েটা হার্ডল রেস দৌড়ে অলিম্পিকে, আর সুলতার টিউমার গলে গেছে এক দাগ গোলাপি ওষুধে। তার সাথে অবশ্যই পাপোষে গোলমত সাদা বেড়াল ঠিক যেমনটি সঞ্জীব চ্যাটার্জী বলে গেছেন তাঁর সুখী পরিবারের স্মারক হিসেবে।