হাজারো প্রেমময় বন্ধন রাত শেষে প্রজাপতি ওড়া প্রিয় রঙ স্বপ্নেরা ভাঙে আয়নার মতো টুকরো চাঁদের গায়ে প্রভেদহীন নরম আলোর শেষ অলংকরণ সকল আত্মার মানুষ কোন সুরে বাঁধে জীবন প্রিয় সব হাসি মুখ জানে পেছনে বেদনা বকুল শিউলি শাপলা শালুকের পাতায় প্রথম রোদে সকল ফুলের স্পন্দন জীবনে জীবন মেলে নতুন হৃদয় জুড়ে উষ্ণ শ্বাসের টান সময় ডেকেছে শরীর বরণে শরীরী উত্তাপ হাসিময় চেনা মুখের অন্তরে সুখ অতল নদীর ঢেউ ভাঙে চর সোনার বরণ সকাল ডেকেছে নূপুর সুরে নিঃশব্দ চলন পুরোনো ঘরের উঠোনে তেমনই আলোর ভালোবাসা ঘর অনন্ত সৃজন রেখা ডাকে অমল আনন্দ বেলায়।