চাঁদ গলা রাত আর সোনালি দুপুর গান, কবিতায় মুখোমুখি বসা সন্ধে, পলাশ গাছের গায়ে হেলা সাইকেল ব্যাগে বই-খাতা ঘাসে পাশাপাশি রাখা, কাছে দূরে সারাদিন ছুঁয়ে ছুঁয়ে থাকা। বিস্মরণে অস্তমিত আলো আলো দিন; কালো মেঘে ঢেকে যায় আলোর আকাশ ঝড়ের আভাসে ঢাকে সোহাগ রক্তিম স্তব্ধতা শেষে জলভরা মেঘ, বিদ্যুতে- কাটাকুটি সারারাত খেলে গেছে ওরা। প্রলয় থামার পর শূন্য চরাচর তবু তাঁকে টেনে আনে আমার দু'হাত রোগের কাছেই জানো নিরাময় থাকে! চোখ মুছতে শুধু তাঁরই বুক লাগে।