এত ভালোবাসা অলীক রেখেছ কেন জ্যোৎস্না জুড়ে যদি শুধু মায়া, অশ্রুজল সে জলে ভেসেছে যখন অপার নদী বেনো শুধু ধুলোখেলা, দিগন্ত ছুঁয়েছে কোন তল ভালোবাসা যদি আশাহত, দ্যুতিহীন কোন মায়া কোরকে রাখা আলোর ভাষা যদি মাঠে থেমে থাকে বিষণ্ণ কোনো দিন তবু যদি ডাক, শতাব্দীর ফিরে আসা এই তবে দুঃখ সীমা, তার চন্দ্রভাস আলো জ্বলে ওঠা আকাশ নয়নতারায় কখন ডেকেছে প্রান্তর, কোন রূপভাস অসীম আবেগ, দীর্ঘ ছায়া কোথায় হারায় এই যদি অলীক মায়া, অপরূপ ধ্বনি উদাসী একতারা শুধু বেজে যায় শুনি