দেশ

শব্দ থেমে গেছে, পড়ে আছে শুধু রক্ত
শবদেহ গুনে বলো - এখনও কে ভক্ত!
যুগে যুগে লড়ে - তবুও হয় না ক্লান্ত
আজ এইভাবে সব কিছু হল শান্ত। 
কেউ বা আজ জেতে, কেউ বা আজ হারে
সবই ঠিক হয় তরবারির ধারে।
ভেবেছ কেন আজ মায়ের চোখে জল
মেপেছ কি কেউ কোথা আছে এর তল?
জানি সব ভুলে হাসব আবার কাল
শব পচে গিয়ে হবে মাংসের তাল। 
হঠাৎ নাকে ঢোকে অবিশ্বাসের ধোঁয়া
মৃত্যুযজ্ঞে খুঁজি জীবনের এক ছোঁয়া। 
ঠিক ফিরে পাব, কিছুই হবে না শেষ
এসো গড়ে তুলি তোমার আমার দেশ।

বৈশাখী ২০২৪