ভিজে মাটি আর ঋতুজল

কলকাতা ৪২

যেখানে বসেছি জল, ভিজে গেছে মাটি
আমার পোশাক ভিজে, তোমার তো ঋতু
স্নান হবে অপ্রস্তুত, বিকেল মনমরা
এসময় বসি চলো উষ্ণ কোনও ক্যাফে 
পুরনো দিনের গন্ধ স্মৃতি ফালাফালা
ক্ষতচিহ্ন বুকে নিয়ে সাঁতার আলাপ
আমাদের ব্যবধান আত্মগত শোক 
কোথাও বিঁধেছে যেন তীব্র শরাঘাত!

শুধু এই বিফলতা সৌভাগ্যের ছবি 
বিকেল সহাবস্থানে রাখে, যাবতীয় 
ভুলস্বপ্ন রাত্রিশেষে উড়ে যায় যদি 
বিমূঢ় বিষাদ নিয়ে নক্ষত্রেরা ন্যুব্জ
সেখানে বসেছি আমি, তুমি আছ পাশে 
তবু ভিজে মাটি আর ঋতুজল সার!

বৈশাখী ২০২৪