শাকান্ন

বালিঘাই, পূর্ব মেদেনীপুর

শাকান্ন প্রস্তুত৷ দীনাতিদীনের এই ডাক
মার্জনায় নিরঞ্জন৷ পুঞ্জ-অনুপুঞ্জস্মৃতি
প্রীতির অপেক্ষা রাখে৷ বালিকার প্রিয় শাঁখ
ভোরে ও সন্ধ্যায় জাগে৷ এই সব রীতি-নীতি
লোকাচার বিবাহসম্বন্ধ টান সোজা অতি৷
গরহাজির রাজি কেবল শুদ্ধতার বশে৷
বৌদ্ধিক জানি না৷ দিক-দিগন্তর, প্রজাপতি
সনির্বন্ধ সকলেই, ছন্দ, হৃদিকাব্য রসে৷
শাকান্ন, শাঁখার মতো, চির, অত্যাশ্চর্য ভোর...
ষোলকলা পূর্ণ,পুণ্য— যেন দুগ্ধফেননিভ 
টান তোমাকে আপন করে নিতে চায় দোর৷
দুর্নিবার, মনশ্চক্ষে এটাই তো তরোরিব
সহিষ্ণুনা, সহি, কী জানি সে অগতির গতি
বিরহ ঘনিয়ে তোলে, মান্য, শাকান্নের প্রতি...

বৈশাখী ২০২৪