বঙ্গ সাহিত্য মন্দিরে হে বঙ্গের মধু অনাহারে অনিদ্রায় মাতৃস্বপ্নে তব মনমধুকর প্রবাসে মধু সঞ্চয়ে রচিলা যে মধুচক্র, যুগান্তরকারী বাংলা সনেট আর অমিতাক্ষরের "মেঘনাদবধ কাব্য" নবজাগরণ আনি সমৃদ্ধ করে সারস্বত অঙ্গন ভাগ্যবিড়ম্বিত প্রাণ তব চিরধন্য। কাব্যে রাবণ মেঘনাদের অভিনব বীরত্ব প্রমীলা চিত্রাঙ্গদার চরিত্রে জীবন যুদ্ধের বলিষ্ঠ জেহাদি কণ্ঠ সংস্কার মুক্ত নারীত্বে সীতা সরমা "বীরাঙ্গনা" চতুর্দশপদী কবিতাতে চেতনাদৃপ্ত যুগান্তরের নববার্তা।