স্বপ্নফুল

​স্বপ্নফুল অভিনন্দন মাইতি লুটুনিয়া, পশ্চিম মেদিনীপুর আমাদের স্বপ্ন স্বপ্নের ভেতর খেলা করে। আমাদের স্বপ্ন রেণু নীল জোছোনায় কাপাস তুলোর মতো […]

সম্পাদকের কলমে

দেখতে দেখতে বছর ঘুরে এল। অভিব্যক্তি নিউ জার্সি প্রথম পূর্ণ আবর্তন শেষ করে পা ফেলল দ্বিতীয় বছরে। এক বছর আগে যে ছোট্ট বীজটির অঙ্কুরোদ্গম হয়েছিল সে আজ নব বরষার ধারাজলে কচি কচি নতুন পাতা মেলে সতেজ। সাধ তার আকাশ ছোঁয়ার। 

এই সবই সম্ভব করেছেন আপনারা, অগুনতি শুভানুধ্যায়ী, লেখক, শিল্পী আর পাঠককুল। আপনাদের ভালোবাসায় আশায় বুক বাঁধে কচি চারাগাছ, স্বপ্ন দেখে মহীরুহ হবার। 

হাডসনের ধারে নিউইয়র্ক স্কাইলাইন যখন কালো মেঘের সঙ্গে মিতালি পাতায় তখনই অভিব্যক্তি নিজেকে খুঁজে পায় বাদলের মেঘে, কচিধানের ক্ষেতে, মৌসুমী বাতাসে কদমের আনন্দঘন সুরভিতে। মিলেমিশে এক হয়ে যায় পূর্ব পশ্চিম।

জন্মদিনের শুভ মুহূর্তে অভিব্যক্তি সেজে উঠছে নতুন আঙ্গিকে। আসছে ওয়েবসাইট। পিডিএফ ভার্সনও থাকছে পাশাপাশিই।  

অভিব্যক্তি শ্রাবণীর প্রধান আকর্ষণ ভূতের গল্প। অতিথি সম্পাদিকা তপশ্রী পাল যত্ন করে বেছে দিয়েছেন সতেরোটি গল্প। প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের। আশা করি পঠনে শিহরণ জাগবে।

পাশাপাশি আছে তিনটি মনোজ্ঞ প্রবন্ধ, এগারোটি বৈচিত্র্যপূর্ণ অণুগল্প, দুটি মনছোঁয়া মুক্তগদ্য, একটি অনবদ্য ভ্রমণ-সাহিত্য, একটি মুচমুচে রম্যগল্প এবং চুয়াল্লিশটি নানা রসের আধুনিক কবিতা। সঙ্গে রয়েছে সুপাঠ্য বইয়ের অনবদ্য পুস্তক পর্যালোচনা আর মনকাড়া কারুকলা ও চিত্রকলা। কচিকাঁচারাও কম যায় না। তারা উৎকৃষ্ট লেখা আর রেখায় ভরিয়ে দিয়েছে প্রিয় অভিব্যক্তি শ্রাবণীকে।

শ্রাবণী প্রকাশের পাশাপাশি কাজ চলছে আসন্ন শারদীয়া সংখ্যারও। এবার অভিব্যক্তি শারদীয়া মুদ্রিত পত্রিকা। প্রকাশ পেতে চলেছে রা প্রকাশনীর হাত ধরে। আর এক নতুন পদক্ষেপ।

পাঠক, লেখক, শিল্পী ও কলাকুশলীর মতামত আর ভাবনায় আগামী দিনে অভিব্যক্তি আরো উজ্জ্বল হয়ে উঠবে এই আশা।

ইতি -
অভিব্যক্তির সম্পাদকমণ্ডলী

অদিতি ঘোষদস্তিদার
সংগ্রামী লাহিড়ী
অমিত চক্রবর্তী