লীলা মজুমদারের ‘সব ভুতুড়ে’: একটি অসমাপ্ত প্রতিবেদন

‘অভিব্যক্তি নিউ জার্সি’ পত্রিকার আসন্ন বর্ষা সংখ্যার বিষয়টি বেশ অভিনব — “ভয় ছাড়া ভূত।” প্রচলিত ধারণায় এমন বিষয় কিছুটা স্ববিরোধী […]

সম্পাদকীয় দপ্তর থেকে

শ্রাবণ এল ফিরে আবার বরষ পরে। দুবছর আগে এমন এক শ্রাবণেই নব অংকুর মেলে দুরু দুরু বুক নিয়ে পাঠকের দরবারে নিজেকে হাজির করেছিল অভিব্যক্তি নিউ জার্সি। এরপরে ঘটেছে অভূতপূর্ব ঘটনা। শ্রাবণের ধারার মতো লেখক, পাঠক, শিল্পী, পাঠক আর শুভানুধ্যায়ীদের ভালোবাসা ঝরে পড়েছে অভিব্যক্তির পাতায় পাতায়।  

দুবছরে অভিব্যক্তি একটু একটু করে মেলে ধরেছে নিজেকে। গত শরতে প্রথম মুদ্রিত সংখ্যায়, এরপর নিজস্ব ওয়েবসাইটে - তারপর বছরে দুবার মুদ্রিত সংখ্যায় প্রকাশ ঘটছে অভিব্যক্তির। এসব কোনোকিছুই সম্ভব হত না ভালোবাসা আর শুভ কামনা ছাড়া। অভিব্যক্তি নিউ জার্সি তাই দেশ কাল পাত্রের সীমানা ছাড়িয়ে যাঁরা পাশে থেকেছেন তাঁদের কাছে আন্তরিক কৃতজ্ঞ।

শ্রাবণ এসেছে, কিন্তু 'বাদলের ধারাপাত' কোথায়? পৃথিবী জুড়ে তীব্র খরা, জলকষ্ট! এক বিন্দু জলকণার জন্যে সুতীব্র হাহাকার! অভিব্যক্তির প্রচ্ছদে তাই ধরিত্রী মা- Mother Earth! পৃথিবী সুজলা, সুফলা হয়ে উঠুক - 'মরুবিজয়ের কেতন' উড়ুক দিকে দিকে- প্রকৃতির রোষ কাটিয়ে শূন্য শাখা 'পল্লব আবরণে' সেজে উঠুক বছর বছর শ্রাবণে!

অভিব্যক্তির এই সংখ্যা বিষয়ভিত্তিক। বিষয় ছিল ‘ভূত ছাড়া ভয়’ অথবা ‘ভয় ছাড়া ভূত।’ ভূতের ভয় ছাড়াও কত রকমের ভয় যে মানুষের মনকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখে সেই নিয়ে উঠে এসেছে নানান স্বাদের গল্প আবার ঘাড় মটকানো ভূত নয়, দুষ্টু মিষ্টি বুঝদার উপকারী নানান ভূতের দল আসর জমিয়েছে গল্পের শব্দে শব্দে! শুধু গল্পেই নয় অণুগল্পে, রম্য রচনায় আর বিশেষ লেখাগুলিতেও একই ভাবনার ছাপ। কচিকাঁচারাও  তাল মিলিয়েছে সমানে রেখা আর লেখা দুইতেই। সব মিলিয়ে আসর জমজমাট!

অভিব্যক্তি নিউ জার্সি পড়ুন, পড়ান, ছড়িয়ে দিন। উঠে আসুক সমালোচনা, মত বিনিময়। হাতে হাত রেখে এগিয়ে যাই আমরা ভবিষ্যতের পথে। 

ইতি -
অভিব্যক্তির সম্পাদকমণ্ডলী

অদিতি ঘোষদস্তিদার
সংগ্রামী লাহিড়ী
অমিত চক্রবর্তী

জুলাই, ২০২২
প্রচ্ছদ শিল্পী
মৌমিতা চৌধুরী

অলঙ্করণে
পীযূষ দাস
সোমা পাল